কোডিং এ হাতেখড়ি



আজ আমরা একটি খুব সহজ একটি কোডের মাধ্যমে কোডিং এ হাতেখড়ি করব।

কোড- ১- Hello world প্রিন্ট করানো


ধাপ ১- CodeBlocks ওপেন করুন।

ধাপ ২- file+New+empty file সিলেক্ট করুন অথবা ctrl+shif+n একসাথে চাপুন।
(নিচের ছবি খেয়াল করুন)
ধাপ ৩- নিচের কোডটি লিখুন

#include<stdio.h>
#include<conio.h>
main()

{

    printf("hello world");

    return 0;

}    
ধাপ ৪- এবার file+save file as চাপুন
ধাপ ৫- file name বক্সে নাম দিন first.c (যে কোনো নাম দিয়ে .c ব্যবহার করতে হবে )
ধাপ ৬- এবার build+run অথবা f9 চাপুন।
ধাপ ৭- কোডে কোনো ভুল না থাকলে নিচের ছবির মত “hello world” স্ক্রিনে দেখাবে।
সতর্কতাঃ

১।  C- ল্যাংগুয়েজটি case sensitive অতএব uppercase letter, lowercase letter এর ব্যাপার গুলো খেয়াল করতে হবে।

২। সেমিকোলন, কমা এর ব্যাপার গুলো খেয়াল রাখতে হবে। এগুলো না দিলে কোডে error বা ভুল দেখাবে।  
বুঝতে কোনো সমস্যা হলে নিচের ভিডিও টি দেখুন অথবা কমেন্ট করুন। পরের পোস্টে এই কোডটি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।



 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সংখ্যা পদ্ধতির রুপান্তর (১)

প্রথম অধ্যায় : প্রথম অংশ

সংখ্যা পদ্ধতি রুপান্তর (২)