সংখ্যা পদ্ধতি রুপান্তর (২)



দশমিক থেকে বাইনারী/অক্টাল/হেক্সাডেসিমালে রুপান্তর (ভগ্নাংশের ক্ষেত্রে)


ধাপ-- প্রথমে সংখ্যাটিকে বাইনারী বেজ ২ দ্বারা গুন করতে হবে।
ধাপ-- পূর্ণ অংশ ও ভগ্নাংশ আলাদা করতে হবে।
ধাপ-- নতুন ভগ্নাংশটিকে আবার বেজ ২ দ্বারা গুন করতে হবে এবং পূর্ণ অংশ ও ভগ্নাংশ আলাদা করতে হবে।
ধাপ-- ধাপ-১ ও ধাপ-২ এর প্রক্রিয়া চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত ভগ্নাংশ   অংশটি পূর্ণ অর্থাৎ ১ না হয় (ভগ্নাংশ অংশে 00 আসবে)
ধাপ-- যদি সংখ্যার পুনরাবৃত্তি হয় তাহলে গুনের কাজ সেখানেই শেষ করতে হবে।
ধাপ-- যদি গুন প্রক্রিয়া অসীম পর্যন্ত চলতে থাকে (ভগ্নাংশ অংশটিকে বেজ দিয়ে বার বার গুন করার পরও যদি ১ না হয়) তাহলে দশমিকের পর সর্বোচ্চ ৫ ঘর অথবা প্রশ্নে যত ঘর পর্যন্ত নিতে বলা হবে তত ঘর পর্যন্ত নিতে হবে।(উদাহরন-৮ দ্রষ্টব্য)
ধাপ-- পূর্ণ সংখ্যাগুলোকে উপর থেকে নিচে পাশাপাশি সাজিয়ে লিখলেই কাঙ্ক্ষিত মান বা সংখ্যাটি পাওয়া যাবে।

( নোট- দশমিক থেকে অক্টাল/হেক্সাডেসিমালে রুপান্তরের ক্ষেত্রে সংখ্যাটিকে ৮/১৬ দ্বারা ভাগ করতে হবে এবং ধাপ-২ থেকে ধাপ-৭ পর্যায়ক্রমে অনুসরন করতে হবে। )

উদাহরন:

            (.125)10    এর সমতুল্য বাইনারী মান নির্ণয়

গুন প্রক্রিয়া
গুনফল
পূর্ণ অংশ
ভগ্নাংশ
.125*2
0.25
0
.25
.25*2
0.5    
0
.5      
.5*2
1.0
1
0

পূর্ণ অংশ গুলোকে উপর থেকে নিচে পাশাপাশি সাজিয়ে লিখলে পাই 001
সূতরাং (.125)10 এর সমতুল্য বাইনারী মান (.001)2
0 = MSB (Most Significant Bit)
1 = LSB (Least Significant Bit)
Ans. (.125)10 = (.001)2
সুতরাং (.125)10 এর সমতুল্য বাইনারী মান (.001)2
Ans. (.125)10 = (.001)2                                                                       

 উদাহরন:

            (.125)10 এর সমতুল্য অক্টাল মান নির্ণয়

গুন প্রক্রিয়া
গুনফল
পূর্ণ অংশ
ভগ্নাংশ
0.125*8
1.00
1
0


সুতরাং (.125)10 এর সমতুল্য অক্টাল মান (.1)8
 Ans. (.125)10 = (.1)8
(নোট- এখানে বেজ 8 দ্বারা একবার গুন করার পরেই ভগ্নাংশ অংশ পূর্ণ হয়েছে অর্থাৎ ভগ্নাংশ অংশে 00 এসেছে )

 উদাহরন:

            (.125)10 এর সমতুল্য হেক্সা ডেসিমাল মান নির্ণয়

গুন প্রক্রিয়া
গুনফল
পূর্ণ অংশ
ভগ্নাংশ
0.125*16
2.00
2
0
 

সুতরাং (.125)10 এর সমতুল্য হেক্সা ডেসিমাল মান (.2)16
Ans. (.125)10 = (.2)16
(নোট- এখানে বেজ 16 দ্বারা একবার গুন করার পরেই ভগ্নাংশ অংশ পূর্ণ হয়েছে অর্থাৎ ভগ্নাংশ অংশে 00 এসেছে )

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সংখ্যা পদ্ধতির রুপান্তর (১)

প্রথম অধ্যায় : প্রথম অংশ