HTML পরিচিতি (১)




HTML= Hyper Text Markup Language 
HTML কোনো প্রোগ্রামিং ল্যাংগুয়েজ নয়। এটির মাধ্যমে একটি ওয়েব সাইটের শুধুমাত্র গঠন বা কাঠামো তৈরী করা যায়। অর্থাৎ একটি ওয়েব সাইট নাম,এর মেনু, এর লোগো ইত্যাদি কোথায় থাকবে, কিভাবে থাকবে তা তৈরী করা যায়। HTML একটি ওয়েব সাইটের অপরিহার্য অংশ। HTML শিখতে গেলে আমাদের HTML ট্যাগ সম্পর্কে জানতে হবে। আজ আমরা জানবো HTML ট্যাগ কি এবং কিভাবে ব্যবহার করতে হয়।
HTML ট্যাগঃ HTML এ <> বন্ধনীর মধ্যে যে শব্দগুলো থাকে সেগুলোকে HTML ট্যাগ বলে।
উদাহরণঃ
১। <body></body>, body ট্যাগ
২। <head></head>, head ট্যাগ
৩। <title></title>, title ট্যাগ
৪। <img></img>, image  ট্যাগ
৫। <table></table>, table ট্যাগ
এছাড়াও আরো অনেক ট্যাগ আছে যেগুলো ব্যবহার করতে করতেই শেখা হয়ে যাবে।
ট্যাগ লেখার নিয়মঃ <ট্যাগের নাম>Contents.......</ট্যাগের নাম> । যেমনঃ <body>this is body</body>
</ ট্যাগের নাম> এর মাধ্যমে ট্যাগ শেষ করতে হয়।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সংখ্যা পদ্ধতির রুপান্তর (১)

সংখ্যা পদ্ধতি রুপান্তর (২)

প্রথম অধ্যায় : প্রথম অংশ