প্রথম অধ্যায় : দ্বিতীয় অংশ

১। বিশ্বগ্রাম ধারণাটির প্রবক্তা কে?
[ঢা.বো,কু.বো,চ.বোঃ-২০১৬]
উঃ মার্শাল ম্যাকলুহান ।
২। ম্যাকলুহান কত সালে এবং কোথায় জন্ম গ্রহণ করেন?
উঃ ১৯১১ সালের ২১ জুলাই কানাডাতে ।
৩। ম্যাকলুহান কত সালে মারা যান?
উঃ ১৯৮০ সালের ৩১ ডিসেম্বর ।
৪। বিশ্বগ্রাম ধারণার সাথে কোন বিষয়টি বিশেষভাবে সম্পর্কিত?
[ঢা.বোঃ-২০১৬]
উঃ ইন্টারনেট সুবিধার ব্যপক প্রসার ।
৫। বিশ্বগ্রামের মেরুদণ্ড কোনটি?
[ঢা.বোঃ-২০১৬]
উঃ নেটওয়ার্ক বা কানেকটিভিটি ।
৬।বিশ্বগ্রামের কারণে –
[সি.বোঃ-২০১৬]
উঃ বাস্তব সামাজিক যোগযোগ হ্রাস পায় ।
৭। ১ ন্যানো সমান কতো?
[কু.বো,য.বোঃ২০১৬]
উঃ একশত কোটি ভাগের একভাগ বা ১০-৯  
৮। ফ্রিলেন্সিং কি?
উঃ স্বাধীনভাবে যে কোন প্রতিষ্ঠানে কাজ করা ।
৯। আউটসোরসিং কি?
[ঢা.বোঃ২০১৬]
উঃ ইন্টারনেট ভিত্তিক কাজ ।
১০। কোনটি রোবটের ব্যবহার?
[রা.বোঃ২০১৬]
উঃ জটিল সার্জারি চিকিৎসায় ।
১১। কোনটি ব্যবসায়ের সাথে সম্পর্কিত?
 [কুমিল্লা সরকারি কলেজ,কুমিল্লা]
উঃ ই-কমার্স ।
১২। ব্লগ এর বাংলা প্রতিশব্দ কি?
উঃ পারিবারিক লাইব্রেরি।
১৩। প্রযুক্তির কল্যাণে ছাত্ররা টেক্সট বইয়ের পরিবর্তে ব্যবহার করে কোনটি?
[সরকারি কমার্স কলেজ,চট্রগ্রাম]
উঃ ই-বুক ।
১৪। বায়োমেটিক্স প্রযুক্তি কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়?
উঃ অপরাধী শনাক্ত করতে ।
১৫। বায়োমেটিক্স কোথায় ব্যবহৃত হয়?
উঃ ব্যক্তি শনাক্তকরনে ।
১৬। ভার্চুয়াল রিয়েলিটি হলো মাল্টিমিডিয়া ব্যবহার করে –
উঃ কাল্পনিক জগতে হারিয়ে যাওয়া ।
১৭। কে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স এর প্রতিষ্ঠাতা?
[ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ]
উঃ অ্যালান টিউরিং (Allan Turing)।
১৮। বাংলাদেশ বেতার এফএম রেডিও চ্যানেল এর মেগাহার্জ কতো?
উঃ ১০৬.৫ MHz (মেগাহার্জ)।
১৯। কত সালে আরপানেটের কার্যক্রম বন্ধ হয়ে যায়?
উঃ ১৯৯০ সালে।
২০। আরপানেট কার্যক্রম বন্ধ হওয়ার পর এটি কি নামে পরিচিতি লাভ করে?
উঃ ইন্টারনেট।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সংখ্যা পদ্ধতির রুপান্তর (১)

সংখ্যা পদ্ধতি রুপান্তর (২)

প্রথম অধ্যায় : প্রথম অংশ