প্রথম অধ্যায় : প্রথম অংশ

১। ইনফরমেশন সিস্টেম ইনপুট হিসাবে কি গ্রহণ করে?
উঃ ডাটা (Data)।
২। ডাটাকে (Data) প্রসেসিং করে কি তৈরি করাহয়?
উঃ ইনফরমেশন।
৩। ডাটা (Data)সাধারণত কত প্রকার?
উঃ ৩ প্রকার।
৪। নিউমেরিক ডাটা কত প্রকার?
উঃ ২ প্রকার।
৫। অ-নিউমেরিক ডাটা কত প্রকার?
উঃ ৩ প্রকার ।
৬। অবজেক্ট (Object) কতো প্রকার?
উঃ ৪ প্রকার ।
৭। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মূল কি?
উঃ কম্পিউটার ও ইন্টারনেট ।
৮। টেলিভিশনের কোন আদর্শ মানটি বাংলাদেশে প্রচলিত হয়েছে?
উঃ PAL (Phase Alternating Line) ।
৯। ইন্টারনেট সোসাইটি কতো সালে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯৯২ সালে ।
১০। ইন্টারনেট প্রটোকল কোনটি?
উঃ TCP/IP ।
১১। ২০১৬ সালের মে পর্যন্ত বিটিআরসির (BTRC) হিসাব অনুযায়ী বাংলাদেশে কতো মিলিয়ন মানুষ ইন্টারনেট ব্যবহার করছে?
উঃ ৬৩.৩১৬মিলিয়ন ।
১২। ২০১৩ সালের এপ্রিল পর্যন্ত বিটিআরসির হিসাব অনুযায়ী বাংলাদেশে কতো মিলিয়ন মানুষ ইন্টারনেট ব্যবহার করছে?
উঃ ৩৩.০৪মিলিয়ন ।
১৩। টেলিযোগাযোগের মাধ্যমে সভা করাকে কি বলে?
উঃ টেলিকমিউনিকেশন ।
১৪। কতো সালে মনো এফএম ব্যান্ডের উন্নতি হয়ে স্টেরিও এফএম ব্যান্ডের রূপ নেয়?
উঃ ১৯৬০ সালে (১৪ বছর পর)।
১৫। রোগী দূরের ডাক্তারের কাছ থেকে সেবা পেতে পারে কোনটির মাধ্যমে?
উঃ ভিডিও কনফারেন্স ।
১৬। টেলিভিশন একটি –
উঃ একমুখী যোগযোগ ব্যবস্থা ।
১৭। কোন প্রযুক্তি ব্যবহার করে ভিন্নস্থান থেকে মিটিং এর কাজ সম্পন্ন করা যায়?
উঃ টেলিকনফারেন্সিং।
১৮। ১৯১৩ সাল পর্যন্ত বাংলাদেশে মোট কয়টি বেসরকারি ও কয়টি সরকারি টিভি চ্যানেল চালু আছে?
উঃ বেসরকারি ২৩টি ও সরকারি ২টি ।
১৯। কত সালে আরপানেটে টিসিপি/আইপি প্রোটোকল ব্যবহার শুরু হয়?
উঃ ১৯৮৩ সালে ।
২০। কতো সালে মনো এফএম ব্যান্ডের আবিষ্কার হয়?
উঃ ১৯৪৬ সালে ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সংখ্যা পদ্ধতির রুপান্তর (১)

সংখ্যা পদ্ধতি রুপান্তর (২)